দশভুজা - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

দশভুজা

Share This
কথায় বলে যে রাঁধে সে চুল ও বাঁধে।এই প্রবাদটিকে ইদানিং আরও বেশি করে  কার্যকরী করে তুলেছেন আধুনিক যুগের মহিলারা।তারা একদিকে যেমন নিজের সংসার সামলাচ্ছেন,অন্যদিকে নিজের মনের মতো পেশাকে বেছে নিয়ে সাফল্য পাচ্ছেন।মহিলাদের এই প্রচেষ্টাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে এগিয়ে এল ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া ২০২২ বিউটি কনটেস্ট।রোলি ত্রিপাঠি এবং ছাউই আস্থানার উদ্যোগে এই গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করেছিলেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন মহিলা।অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত,ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল সহ অন্যান্যরা।এই প্রতিযোগিতা মহিলাদের আত্মবিশ্বাস জুগিয়ে নিজেস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে সহায়তা করবে।মেয়েদের বিয়ে হয়ে গেলে অনেকেই সংসারের চাপে স্যাক্রিফাইস করতে বাধ্য হন।তবুও কিছু  মহিলা নিজের লক্ষ্যে পৌঁছনোর জন্য লড়াই চালিয়ে যান।এই সকল মহিলাদের পাশে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ঋতুপর্ণার মতে নিজের পাওয়ার অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়াই হল মহিলাদের ক্ষমতায়ন।তাই প্রতিটি মহিলার উচিত সংসারের পাশাপাশি নিজের কেরিয়ারের দিকে এগিয়ে যাওয়া।লক্ষ্য যদি ঠিক থাকে,সাফল্য আসবেই।

2 comments:

  1. It was a very excellent moment which I hav experience.And I believe this is the best platform for me to choose.Im very happy with my Roli and Chhawi ma'am for their Hard work that's the reason I beared a good from that beautiful garden.it's all of them and their motivation.

    ReplyDelete
    Replies
    1. My name is Evan Rai the winner of Miss India Royal 2022

      Delete

Post Top Ad

Responsive Ads Here

Pages