প্রদর্শনী উদ্বোধনে ঋতুপর্ণা সেনগুপ্ত, উদ্যোক্তা অনুরাধা চট্টোপাধ্যায় - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

প্রদর্শনী উদ্বোধনে ঋতুপর্ণা সেনগুপ্ত, উদ্যোক্তা অনুরাধা চট্টোপাধ্যায়

Share This

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ অনুরাধা চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুরু হল এক বিশেষ  চিত্র প্রদর্শনী।যা চলবে ১৮ ই ফেব্রুয়ারি থেকে ২২ শে ফেব্রুয়ারি।এদিন প্রদর্শনীটি উদ্বোধন করেন টলিকুইন ঋতুপর্ণা

 সেনগুপ্ত।প্রত্যেকটি বাঙালির কাছে কলকাতা শুধু শহরই নয়।কলকাতা হল নস্টালজিয়ায় ভরপুট ইমোশনাল একটি শহর।উৎসবে মোড়া এই কলকাতা শহরে একদিকে রয়েছে যেমন ইতিহাস,শিক্ষা, কালচার অথবা সংস্কৃতি তেমন অপরদিকে রয়েছে রাজনীতি।তাই তিলোত্তমাকে টিবিউট জানিয়ে শুরু হল এই চিত্র প্রদর্শনী।কলকাতার নানান লোকেশনের ছবি রয়েছে এই প্রদর্শনীতে।এছাড়াও রয়েছে

 সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি।শুধু তাই নয়, এর পাশাপাশি এই প্রদর্শনীতে ফুটে উঠেছে পুরোনো কলকাতার ছবি ও।যা দেখে মুগ্ধ ঋতুপর্ণা।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages